মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ০৩:৫৫:২৩

চতুর্থ দিন শেষে কত আয় করল সালমানের ঈদের ছবি? জেনে নিন

চতুর্থ দিন শেষে কত আয় করল সালমানের ঈদের ছবি? জেনে নিন

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার সালমান খানের চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি মুক্তির পরপরই দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সালমানের চিরাচরিত দাপট বজায় রয়েছে।

সোমবার মুক্তির চতুর্থ দিনে সিনেমাটি ১০ কোটি রুপির বেশি আয় করেছে। মুক্তির প্রথম দিন ১৩ কোটি রুপি আয় করা ‘কিসি কা ভাই কিসি কি জান’ দ্বিতীয় দিন বক্স অফিসের দখল নিয়ে নেয়। 

শনিবার ২৫ কোটি এবং রবিবার ২৬ কোটি রুপি আয় করে সিনেমাটি। সোমবার ১০ কোটি রুপি আয় পেরিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপিতে। 

এদিকে বিশ্বব্যাপী চার দিনে সিনেমাটির মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, চতুর্থ দিনে সিনেমাটির আয় অনেকটা নিম্নমুখী। মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় বেশ কমেছে। 

দর্শকমহলেও সালমানের সিনেমাটি ঘিরে নেগেটিভ রিভিউ বেশি লক্ষ করা যাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এর ফলে সিনেমাটির বক্স অফিসে বিরূপ প্রভাব পড়তে পারে। পঞ্চম দিনের অগ্রিম বুকিংয়েও সেই প্রভাব লক্ষ করা যাচ্ছে। 

সালমান খান প্রডাকশনের নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে শেহনাজ গিল, রাঘব জুয়াল, অভিমন্যু সিং, সিদ্ধার্থ নিগম, জ্যাসি গিল, পালা তিওয়ারি, ভূমিকা চাওলা, জগপতি বাবুসহ একগুচ্ছ প্রতিভাবান অভিনেতা রয়েছেন। 

সামনে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। যশ রাজ স্পাই ইউনিভার্সের চলচ্চিত্রটিতে আরো থাকছেন ক্যাটরিনা কাইফ। একটি বিশেষ চরিত্রে উপস্থিত থাকবেন শাহরুখ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে