বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১০:২৩:৪২

বান্ধবী ইউলিয়াকে যে নামে ডাকেন সালমান

বান্ধবী ইউলিয়াকে যে নামে ডাকেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে সংবাদের শিরোনামেই থাকছেন নানা কারণে। কখনোবা নিজের প্রেম নিয়ে আবার কখনো অন্যের প্রেম ভেঙে। তবে বিষয়টি মজার হলেও সত্যি প্রেম নিয়ে শিরােনামে তিনি। ক্যাটরিনা যদিও রণবীরের মন ভেঙে এসেছে তাকে আবার সালমানের নামের সাথে জড়াবেন কিনা তা সময়ই বলে দেবে। কিন্তু সালমান যার সাথে চুটিয়ে প্রেম করছেন এবার তার সম্পর্কে আসা যাক। এই ব্যাচেলর খানের সাথে নাম জড়িয়ে যার নামটি এখন বেশি শোনা যাচ্ছে তাকে কি নামে ডাকতেন তিনি তা কি আপনাদের জানা রয়েছে?

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান কখনো প্রকাশ্য না বললেও সালমান আর রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কিন্তু মাঝে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে নিয়ে একটু ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। কিন্তু এবার সালমান খানের সেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল! সালমান তার বান্ধবী ইউলিয়া ভান্তুরকে কি নামে ডাকেন?

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, সালমান খান নাকি তার বান্ধবীকে ইউলিয়াকে ‘ইউ’ বলেই ডাকেন। আসলে ভালোবাসার মানুষকে অনেকেই এসন ছোট খাটো কিছু সংকেতে ডেকে থাকেন। তাহলে তারকা হওয়ার কারণে সালমান খান কেন বাদ যাবেন? আর তাই ভালোবেসে তিনি বাদ দিয়েছেন বান্ধবীর নামের শেষ অংশ। প্রেম ভালোবাসা যদি তাদের মাঝে না-ই থাকতো, তাহলে এমন নামে বা ডাকতে যাবেন কেন সালমান খান? আর রোমানিয়ান সুন্দরীও বা কেন সালমানের সাথে ঘনিষ্ঠতা বাড়াবেন? আর ভালোবেসে কিছুদিন আগে এই বান্ধবীকে একটি গাড়িও উপহার দিয়েছিলেন ভাইজান।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে