বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ০১:২১:২৬

স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়েই জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যু!

স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়েই জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যু!

বিনোদন ডেস্ক: ২২ এপ্রিল অকাল প্রয়াণ হয় জনপ্রিয় কন্নড় অভিনেতা সম্পত জে রাম-এর। মাত্র ৩৫ বছর বয়সে তার মৃত্যুর খবরে সকলে চমকে গিয়েছিল। প্রাথমিকভাবে অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করা হয়। 

সূত্রের খবর, আর্থক সংকটে ভুগছিলেন তিনি। সেই জন্যই সম্ভবত চাপের মুখে আত্মহত্যা করেছেন জনপ্রিয় কন্নড় টেলি অভিনেতা সম্পত জে রাম। কিন্তু, অভিনেতার এক বন্ধু ও সহ অভিনেতা রাজেশ জানিয়েছেন সম্পত আত্মহত্যা করেননি। মৃত্যুর কারন জানলে হয়তো পায়ের তলা থেকে মাটি সরে যাবে। 

স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়েই প্রাণ হারিয়েছেন অভিনেতা! রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়। এরপর মজা করেই মরে যাওয়ার ভয় দেখাতে থাকে স্ত্রীকে। সেই সময়ই আচমকা ঘটে যায় এই দুর্ঘটনা। প্রয়াত অভিনেতার কাছের বন্ধু ও অভিনেতা রাজেশ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন। 

সেখানেই তিনি বলেন, "সম্পত আত্মহত্যা করতে যাননি। মৃত্যুর আগের রাতে স্ত্রীর সঙ্গে সামান্য মনোমালিন্য হয়েছিল। ঝামেলার পর স্ত্রীর সঙ্গে একটু প্র্যাঙ্ক করতে গিয়েছিলেন। যাতে বউ ভয় পেয়ে যায়। কিন্তু, দুর্ঘটনাবসত নিজের জীবনটাই হারিয়ে ফেলল।"

একাধিক রিপোর্ট মোতাবেক, সম্পত না কি অনেকদিন ধরেই আর্থক সংকটে ভুগছিলেন। হাতে সভাবে কাজও ছিল না তার। সেই জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে রাজেশের বক্তব্যে সকলে একেবারে থ। মজা করতে গিয়ে পাঁচ মাসের অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীকে একা করে চলে গেলন অভিনেতা। 

কন্নড় টিভির জনপ্রিয় অভিনেতা ছিলেন সম্পত। জনপ্রিয় টেলি ধারাবাহিক অগ্নিসাক্ষীতে অভিনয় করেছিলেন সম্পত জে রাম। জানা যায় সদ্য একটি ছবিতে কাজের প্রস্তাবও পেয়েছিলেন প্রয়াত অভিনেতা সম্পত জে রাম। বিনোদন ইন্ডাস্ট্রিতে যেন কালো মেগের ছায়া কিছুতেই কাটছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে