বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ০৪:৪২:২০

বিলাসবহুল গাড়ি ছেড়ে ভিড়ে ঠাসা মেট্রোতে সারা আলী খান!

বিলাসবহুল গাড়ি ছেড়ে ভিড়ে ঠাসা মেট্রোতে সারা আলী খান!

বিনোদন ডেস্ক: ২০২২ সালে ডিসেম্বরে নির্মাতা অনুরাগ বসু আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন লাইফ ইন আ মেট্রোর পরবর্তী ভাগ মেট্রো ইন দিনো -র কাজ শুরু করবেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্র সিফ কন্যা সারা আলি খান। 

নিজের ইনস্টা হ্যান্ডলের স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সারা। মুম্বাইয়ের মেট্রোতে ক্যাজুয়েল লুকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সারার ইনস্টা পোস্ট দেখে ভক্তদের অনুমান অনুরাগ বসুর সিনেমার শ্যুটিংয়েরই কোনও এক মুহূর্তের ছবি। 

মেট্রো ইন দিনো-র কো স্টার আদিত্য রয় কাপুরকে আবার মেট্রোর সিটে বসে থাকার ছবি ট্যাগও করেছেন নবাব নন্দিনী। ২০২২ সালে সারার কোনো ছবি বিগ স্ক্রিনে মুক্তি পায়নি। চলতি বছরে ওটিটি রিলিজ গ্যাসলাইটে দেখা মিলেছে সারার।

যদিও মুঠোফোনের দর্শককে এই ছবি বিনোদনের পারপেক্ট ডোজ দিতে মোটেই সফল হয়নি। গ্যাসলাইটের পর এবার মেট্রো ইন দিনো -র ছবির কাজ শুরু করলেন সারা। ভিড়ে ঠাসা মুম্বাই মেট্রোর সিটে বসে চলছে অনুরাগ বসুর নতুন ছবির শ্যুটিং। 

ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নাড়িয়েছেন সারা। হালকা রঙয়ের কুর্তিকে ক্যাজুয়েল লুকে নজর কেড়েছেন সারা। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমি কখনও ভাবিনি তোমাদের আগে আমি মুম্বাই মেট্রোতে উঠব।" সেই সঙ্গে মেট্রোর ইমোজি। 

মুম্বাই মেট্রোর অন্দরের ছবি পোস্ট করে সারা হ্যাশট্যাগে লিখেছেন, মুম্বাই মেরি জান। সারা আলি খান, আদিত্য চোপড়া ছাড়াও অনুরাগর পরবর্তী ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, নীনা গুপ্তা ও পঙ্কজ ত্রিপাঠী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে