বিনোদন ডেস্ক: বলিউডের স্বজনপোষণ নিয়ে অনেকদিন ধরেই বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে চর্চা চলেছে। এমনকী এই স্বজনপোষণের জন্যই প্রাণ হারিয়েছেন বলিউডের তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুত। অভিযোগের তীর ছিল জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহরের দিকে।
এছাড়াও নেপোটিজমের জন্য অভিযোগের আঙুল তোলা হয়েছিল মহেশ ভাটের দিকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নেপো কিড নিয়ে সোচ্ছার হয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, "আমি তো নেপো বেবি নই। তাই কেরিয়ারের শুরুতে ছটি ছবি ফ্লপ হওয়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম।"
অভিনেত্রীর এই নেপো বেবির কথায় ঘোর আপত্তি প্রকাশ করেছেন আলিয়া। প্রথমবার বলিউডের নেপোটিজম নিয়ে মুখ খুললেন মহেশ কন্যা আলিয়া ভাট। ভোগ ইন্ডিয়ার ইন্টারভিউতে আলিয়া ভাট বলেন, "একটাই কাজ আমি করতাম আর সেটা হল নিজের কাজকে আরও উন্নত করার চেষ্টা। ওটাই আমাকে সিনে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল।"
আলিয়া আরও বলেন, "হ্যাঁ, বলিউড ইন্ডাস্ট্রিত আমার শুরুটা ভালো হয়েছিল। কিন্তু, এরপর বিষয়টা সম্পূর্ণ নিজের হাতে যে কী ভাবে একজন কাজ করবেন। দর্শকই কিন্তু আসল বিচারক, ট্যালেন্টের বিচার তারাই করেন। হয়তো তারকা পরিবারের সদস্য হওয়ায় কিছুটা সাপোর্ট পাওয়া যায়। কিন্তু, দিনের শেষে দর্শকের বিচারই শেষ কথা।"
বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছেন এককালীন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে। তার কথায়, "আমি নিজেকে সম্পূর্ণরুপে নেপো বেবি বলতে নারাজ। কারণ আমার মা অনেকদিন আগেই ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে গিয়েছেন। আমার জন্মের আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন।"