শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ০২:১৭:২৪

ভাওয়াইয়া শিল্পী শরীফা রানী মারা গেছেন

ভাওয়াইয়া শিল্পী শরীফা রানী মারা গেছেন

বিনোদন ডেস্ক : রংপুরের জনপ্রিয় ভাওয়াইয়া গানের  শিল্পী শরীফা রানী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার শ্যামলী রিং রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার আত্মীয় সাংবাদিক আলী আখতার গোলাম কিবরিয়া। 

তার বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, শরীফা রানী কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। দুদিন আগে রক্তচাপ প্রায় শূন্যের কোটায় নেমে এলে তাকে অচেতন অবস্থায় শ্যামলী রিং রোডের সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। 

বরং অচেতন অবস্থায় থেকেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃহস্পতিবার বাদ আছর ঢাকা আগারগাঁও তালতলা বড় মসজিদে জানাজা শেষে তাকে তালতলা গোরস্তানে দাফন করা হবে বলে জানা গেছে। শরীফা রানী ১৯৫০ সালের ৯ জুন জন্মহগ্রণ করেন। তার আদি নিবাস রংপুর নগরীর মুন্সীপাড়া এলাকার। 

বাবা আব্দুল গনি ও মা শাহেদা  বেগম। পরিবারের চার ভাই চার বোনের মধ্যে শরীফা রানী ছিলেন সবার বড়। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি কিডনি রোগে ভুগছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে