শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ০৫:০০:৫১

মঞ্চে স্ত্রীকে যা করতে না করলেন এ আর রহমান‍!

মঞ্চে স্ত্রীকে যা করতে না করলেন এ আর রহমান‍!

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের সুরে মুগ্ধ উপমহাদেশের শ্রোতারা। তার প্রতিটি গানের সুর মাতিয়ে তুলে আট থেকে আশি বয়সী মানুষদের। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে তার স্ত্রী সায়রা বানুকে হিন্দি ভাষায় কথা বলতে নিষেধ করেন এ গায়ক। আর সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, চেন্নাইয়ে একটি মঞ্চে স্ত্রী সায়রা বানুর সঙ্গে পুরস্কার গ্রহণ করেন গায়ক। আর সেখানেই এ ঘটনা ঘটে। মূলত স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এ আর।

অনুষ্ঠানে উপস্থাপক প্রথমে মজা করে বলেন, সায়রা সঙ্গে থাকতে চান কিনা। এরপর গায়কের স্ত্রী মঞ্চের দিকে হাঁটতে থাকেন। মঞ্চে গিয়েই জড়িয়ে ধরেন স্বামী এ আরকে। এরপর পুরস্কার গ্রহণ করেন তিনি।

এ সময় এ আর বলেন, ‘আমি সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। কিন্তু সে আমার কণ্ঠ বারবার শুনতে ভালোবাসে।’ এ সময় উপস্থাপক সায়রাকে কথা বলার জন্য অনুরোধ জানান। তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলা শুরুর আগেই তাকে গায়ক হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলতে বলেন।

গায়কের স্ত্রী সায়রা তামিল ভাষায় তেমন সাবলীল নয়। এ কারণেই তাকে তামিল ভাষায় কথা বলার জন্য বলেন। এরপর সায়রা চোখ বন্ধ করে বলেন, ‘ওহ মাই গড’। তখন দর্শকরা হেসে হাততালি দিতে শুরু করেন। এ সময় সায়রা বলেন, সবাইকে শুভ সন্ধ্যা। আমি দুঃখিত যে, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। এ জন্য আমাকে ক্ষমা করবেন।

তিনি আরও বলেন, আমি ভীষণ, ভীষণ খুশি। কারণ, তার কণ্ঠ আমার অনেক প্রিয়। তার কণ্ঠের প্রেমে পড়েছি আমি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে