শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ০৮:৪৪:১০

দক্ষিণের ছবিতে নিন্দার ঝড় সুহানাকে ঘিরে

দক্ষিণের ছবিতে নিন্দার ঝড় সুহানাকে ঘিরে

বিনোদন ডেস্ক : শাহরুখ এবং গৌরী খানের মেয়ে সুহানা খানকে গতকাল একটি ছবি ঘিরে বেশ কটুকথা শুনতে হয়েছে। স্বল্পবসনা একটি ছবিতে অনেকে মন্তব্য করেছিলেন, ইসলামে এমন পোশাক হারাম! আবার কেউ লিখেছিলেন, সুহানাও আরিয়ানের মতো বিপথেই গেলেন। তবে সবই ছিল ভুল। 

ভুল ভাঙার পর দেখা গেল যে ছবি ঘিরে এত আলোচনা-সমালোচনা সে ছবি আসলে সুহানারই নয়। দক্ষিণের অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের। পেছন দিক থেকে তার আদল অনেকটা সুহানার মতো লাগায় ভুল করে ফেলেছিলেন ভক্তরা। 

ভুল নামেই ছবি ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, শানভি সম্প্রতি তার সৈকতযাপনের ছবি শেয়ার করেছিলেন। ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে, সেখানকারই ছবি সেটি। ইতোমধ্যেই তারকাসন্তান সুহানার অনুরাগীর সংখ্যা বিপুল। 

নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করে তাদের মনোযোগের কেন্দ্রে থাকেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়েই পা রেখেছেন মেয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে