শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ০৮:৫৪:৪৩

আমির খান এবার নরেন্দ্র মোদির প্রশংসায়

আমির খান এবার নরেন্দ্র মোদির প্রশংসায়

বিনোদন ডেস্ক : ‘মন কি বাত’ নামে একটি রেডিওর অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পর জনগণের জন্য শুরু করেছিলেন। এ অনুষ্ঠান চলতে চলতে ১০০ পর্বে পৌঁছেছে। আসছে ৩০ এপ্রিল হবে এই অনুষ্ঠানের শততম পর্ব। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এমনটাই জানা গেছে।

আর এ কারণেই দিল্লিতে বিরাট আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমেই দেশের মানুষের সঙ্গে সুখ দুঃখের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। গত বুধবার দিল্লিতে ‘মন কি বাত’ ১০০ কনক্লেভ’-এ যোগ দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ অনুষ্ঠানের ১০০ পর্ব। 

সেই উপলক্ষে ১০০ বিশিষ্ট অতিথি আমন্ত্রিত দিল্লির বিজ্ঞান ভবনে। সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা। এ প্রসঙ্গে আমির খান বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন ইতিহাস গড়লেন। এ অনুষ্ঠানে শুধু একা তিনি নন, দেখা মিললো অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ক্রীড়াবিদ দীপা মালিক, নিখাত জারিন, সেই সঙ্গে সাংবাদিকদেরও। 

বাদ যাননি রেডিও জকিরাও। বলিউড অভিনেতা আমির খান জানান, ‘মন কি বাত’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ। যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেই সঙ্গে তাদের পরামর্শ দেন। 

এটি তিনি ঐতিহাসিক বলেও অ্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করেন ‘মন কি বাত’ অনুষ্ঠানটি জনগণের ওপর এক বিরাট প্রভাব ফেলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে