বিনোদন ডেস্ক : বিয়ে হচ্ছে মানুষের সামাজিক বন্ধন। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিপাড়ায় কান পাতলেই এই যুগলের কথা ভেসে বেড়ায়। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লালগালিচায় তাদের একসঙ্গে দেখা গেছে।
এমনকি সামাজিক মাধ্যমে চর্চিত প্রেমিকার ডাকনাম ফাঁস করেছেন বিজয়। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য ডেটে গিয়েছিলেন বিজয় ও তামান্না। সেখান থেকে ফেরার সময়ই ফটোসাংবাদিকদের নজরে পড়েন তারা।
ক্যামেরা দেখে অবশ্য লুকিয়ে পড়েননি বিজয় বা তামান্না কেউ-ই। এবার সবাই ধরেই নিয়েছেন তারা হয়তো শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, যা নিয়ে সবার মুখে মুখে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন সময়ের ব্যাপার মাত্র।
ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ ২’-এ একসঙ্গে কাজ করেছেন বিজয় ও তামান্না। ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা।