রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ০৫:৫৩:৩৮

মেয়েদের শরীর যত ঢাকা থাকবে, ততই ভাল: সালমান

মেয়েদের শরীর যত ঢাকা থাকবে, ততই ভাল: সালমান

বিনোদন ডেস্ক : ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে মহিলাদের জন্য পোশাকবিধি জারি করেছিলেন সালমান খান। একথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ছবির অন্যতম অভিনেত্রী পলক তিওয়ারি। তাতেই শুরু হয়েছিল বিতর্ক। 

মহিলারা কেমন পোশাক পরবেন তা সলমন কীভাবে ঠিক করতে পারেন? এমন প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ ভাইজান। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমেই বলিউডে নিজের সফর শুরু করেন।

ছবিতে সালমানের চরিত্র ভাইজানের ভাই মোহ-র (জসসি গিল) প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগে পলক জানিয়েছিলেন, সেটে মেয়েদের পোশাকবিধি চালু করেছিলেন সালমান। জানিয়ে দিয়েছিলেন সেটে প্রত্যেক মেয়ের পোশাক যেন নেকলাইনের নিচে না হয়। তারা যেন ভাল মেয়েদের মতো শরীর ঢাকা পোশাক পরেন।

জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এই পোশাকবিধি প্রসঙ্গেই সালমানের কাছে জানতে চাওয়া হয়। অভিনেতা বলেন, “আমার মনে হয় নারীদের শরীর খুবই মূল্যবান। তা যত ঢাকা থাকবে ততই ভাল বলে আমার মনে হয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে