সোমবার, ০১ মে, ২০২৩, ১২:২৫:৪১

বউকে নিয়ে চরম সন্দেহে রণবীর কাপুর!

বউকে নিয়ে চরম সন্দেহে রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক: আলিয়া রণবীরকে নিয়ে চর্চা লেগেই থাকে। বিশেষ করে তাদের বিয়ের পর থেকেই দুই জনে লাইমলাইটে থাকেন। এমনকি একজন আরেকজনকে নিয়ে কিছু বলবেন না এমনটাও হয় না। রণবীর যদিও বা লাইমলাইট থেকে একটু দূরে থাকতেই বেশি পছন্দ করেন তারপরও চর্চায় তিনি।

একেই গরম কফি উল্টে হাতে পড়তেই সমস্ত পরিস্থিতি হেসে সামাল দিয়েছেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানের মাঝেই আবারও একবার আলিয়াকে টেনে বিতর্ক সৃষ্টি করলেন তিনি। এর আগেও একবার বলেছিলেন, আলিয়া আসলে বাড়ির উকিল, ওর সঙ্গে পারা যায় না। 

রণবীরের লাইফস্টাইল নিয়ে প্রশ্ন উঠতেই বেশ সাবলীলভাবে তিনি বললেন, “আজকাল স্কিনকেয়ারে মন দিয়েছি। শুধু তাই নয়, ট্যান এড়িয়ে যেতে বরফে মুখ চোবাচ্ছি”। আলিয়া নাকি তাকে মাঝেমধ্যেই নানা টিপস দিতে থাকেন। এমনকি তিনি নাকি রণবীরকে যোগা করার পরামর্শ দিয়েছেন। 

সেটি নাকি মানুষের চেহারায় গিয়ে ওঠে। যদিও একথা একেবারেই বিশ্বাস করতে পারছেন না রণবীর। বউকে নিয়ে চরম সন্দেহ প্রকাশ করেই রণবীর বলেন, “আলিয়া আমায় যোগা করার উপদেশ দিয়েছে। ও বলে, যোগা করলে ফিটনেস নাকি ত্বকে বোঝা যায়, এটা কি সত্যি? কীভাবে হয় এটাই বুঝি না”।

রণবীর মাঝে-মধ্যেই আলিয়াকে নিয়ে নানান সিক্রেট শেয়ার করে থাকেন। এবারও ব্যতিক্রম নয়। বর্তমানে অ্যানিমাল ছবির শুটিং শেষ করেছেন তিনি। এখন অনেকটাই মেয়ের সঙ্গে সময় কাটান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে