সোমবার, ০১ মে, ২০২৩, ০৫:১৩:১৭

ভারতে অনেক সমস্যা, আরব আমিরাত সম্পূর্ণ নিরাপদ: সালমান

ভারতে অনেক সমস্যা, আরব আমিরাত সম্পূর্ণ নিরাপদ: সালমান

বিনোদন ডেস্ক: একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্বাধীন জীবনযাত্রা নয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিন কাটছে সালমান খানের। এখন আর চাইলেই সাইকেল চড়ে শহর ঘুরতে পারেন না। এখন সালমানের আগে পিছে বন্দুক নিয়ে ঘোরেন নিরাপত্তারক্ষীরা।

এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান। তিনি বলেন, ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আমি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনো হুমকির ভয় নেই। তিনি জানান, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবে চিন্তেই করছেন।

একের পর এক হুমকির পর আপাতত Y+ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন সালমান। এদিকে সম্প্রতি 'আপ কি আদালত'-এ এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিয়ে মন্তব্য করেছেন তিনি। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেও দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন ও একটি চিঠি আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে