সোমবার, ০১ মে, ২০২৩, ০৫:৫৭:১৭

মঞ্চে এ আর রহমানের এই ঘটনায় হতবাক সকলেই!

মঞ্চে এ আর রহমানের এই ঘটনায় হতবাক সকলেই!

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী সুরকারকে মঞ্চ থেকে নামার নির্দেশ পুলিশের! পুণেতে এমনই ঘটনার সম্মুখীন হলেন এ আর রহমান যা হতবাক করেছে রহমান ভক্তদের।

পুনে শহরের রাজা বাহাদুর মিল এলাকায় রহমানের লাইভ শো আয়োজিত হয়েছিল। মাত্র শুরু হয়েছিল ‘দিল সে’ সিনেমার বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানটি। শেষ গান ধরেছিলেন সুরকার-গায়ক। আচমকা পুলিশ হাজির হয় সেখানে। রহমানকে মঞ্চ থেকে নামতে বলেন এক পুলিশ কর্মকর্তা। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তুলকালাম শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, শোয়ের সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছিল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। কিন্তু নির্দিষ্টি সময় পেরিয়ে যেতেই পুলিশ হাজির হয়ে অনুষ্ঠান থামিয়ে দেয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্রই গান শুরু করেছিলেন এর আর রহমান। হঠাৎ পুলিশ ঢুকে পড়ে সেখানে। পুলিশের এক কর্মকর্তা রহমানকে উদ্দেশ্য করে ঘড়ি দেখিয়ে গান থামাতে বলেন। রহমানও গান থামিয়ে দেন। আয়োজক এবং ব্যান্ডের বাকি সদস্যদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন সেই পুলিশ কর্মকর্তা। সঙ্গে সঙ্গে দর্শকরা চিৎকার শুরু করেন। তারা গান শুনতে চাইছিলেন আরও। কিন্তু সেখানে বাধা আসে পুলিশের।

সূত্রের খবর অনুসারে, রহমানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময়ে প্রশ্ন করে, কেন তিনি নির্দিষ্ট সময়ের বেশি মঞ্চে ছিলেন? এর পরই নাকি রহমান মঞ্চ ছেড়ে চলে যান। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে