বিনোদন ডেস্ক : সালমান খানের জীবনে একটি দুটি প্রেম আসেনি। তিনি একাধিক নায়িকার সঙ্গে প্রেম করেছেন বলে শোনা যায়। তাদের মধ্যে রয়েছেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ প্রমুখ। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত টেকেনি। প্রেমে ভাগ্যটাই খারাপ বলে মন্তব্য করেন ভাইজান।
সম্প্রতি ‘আপ কী আদালত’ টিভি শোতে সালমানকে তার প্রেম বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। এই বলিউড তারকা বলেন, ‘প্রেমে আমার ভাগ্যটাই খারাপ। যদি কারো আসার থাকে তাহলে আসবে। আসলে আমার সব সাবেকরাই ভালো ছিল। ভুল আমারই ছিল।
ভাইজান আরও বলেন, ‘প্রথমবার কেউ যখন ছেড়ে যায় দোষ তার থাকে। দ্বিতীয়বার, তৃতীয়বার তারই থাকে। চতুর্থবার কেউ ছেড়ে গেলে আপনার একটা কিন্তু সন্দেহ তৈরি হয়। আর পঞ্চমবার হলে সেটা ৬০-৪০ চান্স হয়ে যায়।’
টিভি শোতে তিনি আরও বলেন, ‘কিন্তু এর বেশি কেউ যদি আপনাকে ছেড়ে যায় মনে করবেন দোষ আপনারই। এখানে অন্য কারো দোষ নেই। দোষ আমার।’