মঙ্গলবার, ০২ মে, ২০২৩, ০১:০২:৪৯

‘কিসি কা ভাই কিসি কি জান’ ব্যর্থতার পরে সালমানের চরম সিদ্ধান্ত!

‘কিসি কা ভাই কিসি কি জান’ ব্যর্থতার পরে সালমানের চরম সিদ্ধান্ত!

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম তাবড় তারকা তিনি। মায়ানগরীতে যে তিন খানের রাজ, তাদের মধ্যে অন্যতম। প্রায় তিন দশক ধরে অনুরাগীদের মনোরঞ্জন করেছেন নিজের ছবির মাধ্যমে। 

ষাটের দোরগোড়ায় পা বাড়িয়ে থাকলেও এখনও পর্যন্ত অনুরাগীদের কাছে তার আবেদন এতটুকু কমেনি। তবে সাম্প্রতিক সময়ে সাফল্যের পথে বার বার হোঁচট খেয়েছেন সালমান খান। গত কয়েক বছরে হিট ছবি প্রায় নেই বললেই চলে। বরং দিন দিন বেড়ে চলেছে ফ্লপের সংখ্যা। 

আশা ছিল, তার এই বছরের ইদের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সেই ফ্লপের ধারায় ইতি টানবে। বাস্তবে তা হয়নি, বরং তার ব্যর্থ ছবির তালিকায় জুড়েছে এই ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নামও।

খবর, এই ছবির ব্যর্থতার পরেই নাকি হতাশায় ডুবেছেন বলিউডের ভাইজান। শোনা যাচ্ছে, আগামী বেশ কিছু দিন নাকি সিনেমার জগৎ থেকে দূরে থাকতে চান তিনি। বলিউডে ঈদের প্রায় সমার্থক সালমান খান। প্রতি বছরই অনুরাগীদের কিছু না কিছু ছবি উপহার দিয়ে থাকেন তারকা। 

ঈদ উপলক্ষে তার কাছ থেকে ‘বাজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো ছবিও পেয়েছেন দর্শক। তবে গত কয়েক বছর ধরে ঈদে একের পর এক ব্যর্থ ছবি মুক্তি পেয়েছে সালমান খানের। ‘টিউবলাইট’ থেকে শুরু সেই ফ্লপের ধারা। তারপর ‘ভারত’, ‘রাধে’। 

বক্স অফিসে হিটের মুখ দেখেনি কোনও ছবিই। ফলে, চলতি বছরে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির থেকে দর্শক ও অনুরাগীদের প্রত্যাশা ছিল প্রচুর। তবে হতাশ করেছে সেই সিনেমাও। সিনেমাটি বক্স অফিসে ভালো আয় দেখাতে ব্যর্থ হয়েছে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি তৈরিতে খরচ হয়ে হয়ে ১৫০ কোটি। কোনও ক্রমে টেনেটুনে ১০০ কোটির ঘরে পৌঁছেছে সালমান খানের এই ছবি। শোনা যাচ্ছে, ছবির ব্যর্থতার পরে এ বার নিজেকে গুটিয়ে নিতে চাইছেন সালমান খান। 

খবর, যশরাজের ‘টাইগার ৩’ ছবির শুটিং শেষ করে সিনেমার জগৎ থেকে একটা লম্বা বিরতি নিতে চাইছেন ভাইজান। এমনকি, করণ জোহরের সঙ্গে যে ছবির কথাবার্তা চলছিল, তাতেও আপাতত দাঁড়ি টানছেন তিনি।

আগামী বছর ইদের জন্য সালমান খানের সঙ্গে একটি ছবি করার পরিকল্পনা করছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। সেই খবরে সালমান নিজে সিলমোহর দিলেও ওই ছবির জন্য আদৌ তিনি সায় দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে