শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৬:০৭

ফেব্রুয়ারিতেই মন্ত্রীর বউ হচ্ছেন পরীমনি!

ফেব্রুয়ারিতেই মন্ত্রীর বউ হচ্ছেন পরীমনি!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমনি। অতি শিগগিরই মন্ত্রীর বউ হতে যাচ্ছেন! তবে সেটা বাস্তবে নয়, সিনেমার পর্দায়। মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্রে পরীমনিকে মন্ত্রীর বউয়ের চরিত্রে দেখতে পাবে দর্শকরা।

২০১৪ সালে রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। আর এই বিয়ের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোন মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে। আর এ বিয়ে নিয়ে শুধু দেশের মিডিয়া নয় বিদেশের মিডিয়াও সরব ছিল।

ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার মন্ত্রীর বিয়ের পর ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি সরকার।

ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরীমনি। গেল বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে পারব।

এদিকে পরীমনি অভিনীত নতুন সিনেমা 'পুড়ে যায় মান' শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সাইমন।

২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে