বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। তাবড় তাবড় হলিউড সেলেবরা হাজির থাকেন সেখানে। এই বার ডাক এসেছিল আলিয়া ভাটেরও। কিন্তু গিয়ে যে পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হল তা এক কথায় বেশ অস্বস্তিজনক।
অনেকেরই মতে, যা হয়েছে তা ঠিক নয়। ফ্যাশন ডিজাইনার প্রবালের সাদা রঙের গাউন পরে হাজির হয়েছিলেন আলিয়া। তাকে মানিয়েছিল বেশ। কিন্তু রেড কার্পেটে হাজির হওয়া মাত্রই স্থানীয় পাপারাৎজি তার দিকে তাকিয়ে ‘ঐশ্বর্য ঐশ্বর্য’ বলে চিৎকার করে ওঠেন।
প্রথমটায় বেজায় অপ্রস্তুতে পড়ে যান তিনি। পরে যদিও নিজেকে সামলে নেন। পোজও দেন সকলের সামনে। এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে বছর কয়েক আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ঘটা এক ঘটনা নিয়ে। যেখানে দীপিকাকে প্রিয়াঙ্কা বলে ভুল করেছিলেন অধিকাংশই।
সে সময় সমালোচনা হয়েছিল বিস্তর। এবারেও সেই একই ঘটনা। ওদের চোখে আলিয়া হয়ে গেলেন ঐশ্বরিয়া। বিদেশে মাটিতে অপমান-অপদস্থ হলেন আলিয়া! পাপারাৎজিরা তার দিকে তাকিয়ে ‘ঐশ্বরিয়া ঐশ্বরিয়া’ বলে চিৎকার করে ওঠেন। আলিয়াকে চিনতেই পারলেন না ওঁরা!