শুক্রবার, ০৫ মে, ২০২৩, ০৩:৩০:১০

নোবেল সম্পর্কে এবার বিস্ফোরক তথ্য দিলেন সালসাবিল

নোবেল সম্পর্কে এবার বিস্ফোরক তথ্য দিলেন সালসাবিল

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার খবর সামাজিক মাধ্যমেই জানিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সেইসঙ্গে স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণও জানিয়েছেন সালসাবিল। 

এবার সাবেক স্বামী সম্পর্কে বিস্ফোরকমূলক তথ্য দিলেন সালসাবিল। জানালেন, এর আগে একবার নিজের মাকে মে'রে হাসপাতালে পাঠিয়েছিলেন গায়ক।

নোবেলকে শোধরানোর জন্য কোনো চেষ্টা করা হয়েছিল কিনা, একটি সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সালসাবিল বলেন, শুধু আমিই না। তার পরিবার পর্যন্ত তাকে শোধরানোর চেষ্টা করেছে। তিনি বলেন, সে সবাইকে মা'রধ'র করত। তার মা-বাবা পর্যন্ত মা'র খেয়েছে তার হাতে। রাজধানীর নিকেতনের বাসায় থাকতে নিজ মাকে মে'রে এমন অবস্থা করেছিল যে, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল।

সালসাবিল বলেন, আসলে যিনি মা'দ'ক নেন, তাকে আগে সিদ্ধান্ত নিতে হয়- আমি মা'দ'ক ছাড়ব কিনা। যদি সে মা'দ'ক ছাড়তে চায়, তবেই সেটি সম্ভব। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নোবেলের সম্পর্ক ভালো না। তাদের বিয়ের সময় ভালো ছিল। কিন্তু যখন সে মা'দ'কা'স'ক্ত হয়ে পড়ে এবং সবাইকে মা'রধ'র শুরু করে, সেই সময় থেকে খারাপ হয়ে যায় বলেও জানান সালসাবিল।

তিনি বলেন, নোবেলের বাবা আমাকে বলে দিয়েছেন, কেউ যদি কখনো নোবেল ও তার বাবা সম্পর্কে জানতে চায়, তখন যেন আমি বলি, তার বাবা ত্যাজ্যপুত্র করেছেন নোবেলকে। 

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে নোবেলকে চূড়ান্তভাবে ডিভোর্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল। সেখানে তিনি জানান, মা'দ'ক না ছাড়ার জন্য তিনি ডিভোর্স দিয়েছেন নোভেলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে