বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। প্রয়াত হওয়ায় নায়ক ফারুকের নির্বাচিত আসনটি শূন্য হয়ে পড়েছে। তার স্থানে চিত্রনায়ক ফেরদৌসকে সংসদ সদস্য বানানোর জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেছেন আরেক নায়ক ওমর সানী।
সম্প্রতি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো ফেরদৌসের একটি ছবি ওমর সানী ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান-বনানী আসনে তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’
গতকাল বৃহস্পতিবার রাতে ফেরদৌসের পক্ষে আরেকটি ভিডিও পোস্ট করেছেন ওমর সানী। ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত ফারুক ভাই গুলশান-বনানী থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তার এই জায়গায় আরেকজন অভিনেতাকে দেওয়া হোক।’
তিনি বলেন, ‘আমি মনে করি, ফেরদৌস এই আসনের জন্য একদম উপযুক্ত। আমাদের ছোটভাই অভিনেতা ফেরদৌসকে যদি এখানে দেওয়া হয় সে ভালো কাজ করবে। আমি অনুরোধ করব তাকে (ফেরদৌস) এই জায়গায় নমিনেশন দেওয়া হোক।’ ফারুকের স্থানে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কি না জানার জন্য চিত্রনায়ক ফেরদৌসের মুঠোফোনে শুক্রবার দুপুরে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।
আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণাস্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার।