বিনোদন ডেস্ক : তারকাদের সঙ্গে ছবি তুলতে উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা। অনেকে আবার ফ্রেমবন্দী হওয়ার সময় প্রিয় অভিনয়শিল্পীকে ছুঁয়ে দেন। তবে কেউ কেউ সীমা অতিক্রম করেন।
এবার এমন আচরণ করতে গিয়ে ভারতীয় অভিনেত্রী অহনা কুমরার তোপের মুখে পড়লেন ভক্ত। ছবি তোলার সময় কোমর জড়িয়ে ধরতে যেতেই ভক্তকে কড়া সতর্ক বার্তা দিলেন তিনি।
এক ব্যক্তি অনুষ্ঠান শেষে অহনার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি নিষেধ করলেন না ঠিকই, তবে ভীষণ বিরক্ত হয়ে তাকে বলতে দেখা গেল, ‘স্পর্শ করবেন না আমাকে, সরে দাঁড়ান!’
অহনার জোরালো কণ্ঠে হকচকিয়ে হাত সরিয়ে নিলেন সেই ব্যক্তি, যিনি একটু আগেই অহনার কোমর জড়িয়ে পোজ় দিতে চলেছিলেন। আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হল সেই মুহূর্ত।
সেই একই ভিডিওতে দেখা যায়, অন্য এক ব্যক্তি অহনাকে ছুঁয়ে ছবি তুলতে চাইছেন। কিন্তু কেন? চাইলেই কি বিনা অনুমতিতে তারকাদের স্পর্শ করা যায়? চোখে আঙুল দিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী।
অহনা বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেন। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তাই নেটিজেনরা তার কোনো ভিডিও পেলেই হামলে পড়েন। এবারের ভিডিও দেখে অনেকেই সমর্থন করেছেন তাকে।