বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন কলকাতাতেও। ইতোমধ্যে একের পর এক নাটকে অভিনয় করে সাবলীল বাচনভঙ্গিতে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।
খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে বিপদে পড়েন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফারিণ। অভিনেত্রী বলেন, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি আমি। অনেক সময় এমনও হয় যে, কেউ কিছু মজা করে বললেও আমি সেটা সত্যি বলেই ধরে নিই। আর এ কারণে মাঝেমধ্যেই সমস্যার পড়তে হয় আমাকে।
ফারিণ অভিনীত কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’। এটি নির্মাণ করেছেন পরিচালক অতনু ঘোষ। এতে আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।