শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৮:২৩:০৭

জেলখানার ভেতর সুন্দরীর নজর কাড়া ড্যান্স

জেলখানার ভেতর সুন্দরীর নজর কাড়া ড্যান্স

বিনোদন ডেস্ক : হিন্দি ফিল্ম নাগিনের জনপ্রিয় গান।  সঙ্গে সুন্দরীর উদ্যাম নৃত্যে চারিদিকে হই হল্লোড়।  সুন্দরীর নাচে মেতে উঠে জেলখানার বন্দিরা।

দিল খুশ করার আনন্দে উড়লো দেদার টাকা।  এমনই কাণ্ড ঘটেছে ভারতের কর্নাটকের এক জেলখানার ভেতরে।  সেই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল।

বিজয়পুরার সেন্ট্রাল জেলে আইটেম ড্যান্সের আয়োজন করা হয়।  

জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
 
অবশ্য খবরটি অস্বীকার করেছে ডিজিপি এইচএন সত্যনারায়ন রাও।  তিনি বলেন, কোনো আইটেম ডান্সই জেলখানায় হয়নি।  জেলের ভেতর দেশাত্মবোধক গান হয়েছে।'
 
থানার সুপারিটেনডেন্ট পিএস আম্বেদকর বলেছেন, এরকম হয়েছে জানা নেই।  সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে