শনিবার, ০৩ জুন, ২০২৩, ০১:৫৬:০৯

সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন আলিয়া

সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন আলিয়া

বিনোদন ডেস্ক: সময়টা মোটেই ভাল যাচ্ছে না আলিয়া ভাটের৷ বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আলিয়া ভাট৷ নিজের সবচেয়ে কাছের মানুষ দাদু নরেন্দ্র রাজদানকে হারালেন আলিয়া৷ 

৯৪ বছর বয়সে প্রয়াত হলেন সোনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদান৷ রাজদান ও ভাট পরিবারে শোকের ছায়া পড়েছে৷ আলিয়া ভাটের দাদুর মৃত্যুতে ভেঙে পড়েছেন নায়িকা৷ দাদুকে হারিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন আলিয়া৷ 

অভিনেত্রী লিখেছেন- আমার হিরো আমার দাদু৷ ৯৩ বছর বয়সেও তিনি গলফ খেলেছেন৷ এমনকী কাজও করেছেন৷ আমাকে দারুণ গল্প শোনাতেন, ভায়োলিন বাজাতেন, অমলেটটাও দারুণ বানাতেন৷ 

রাহার সঙ্গে খেলা করতেন৷ ক্রিকেট, আঁকা এই সবকিছুই দারুণ পছন্দ ছিল তাঁর৷ আর সবচাইতে বড় কথা হল, শেষ দিন পর্যন্ত পরিবারকে আগলে রেখেছিলেন৷ নিজের জীবনকে বড্ড বেশি ভালবাসতেন৷ 

আমার খুব কষ্ট হচ্ছে তবুও আনন্দে রয়েছি কারণ আমার দাদু সবসময় যে কাজগুলি করেছেন সেগুলি আমার আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ যে ওঁনার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে৷ ওঁনার ছত্রছায়ায় যে বড় হয়েছি এটাও বিশাল ব্যাপার৷ আবার যতদিন না দেখা হচ্ছে৷

ভাট পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরেই শরীরটা ভাল ছিল না সোনি রাজদানের বাবার৷ তারপরই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ নরেন্দ্র রাজদানের বয়স বর্তমানে ৯৪ বছর৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে