রবিবার, ০৪ জুন, ২০২৩, ১১:৫২:১০

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে যা লিখলেন তারকারা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে যা লিখলেন তারকারা

বিনোদন ডেস্ক: মৃত্যুপুরী ভারতের ওড়িশার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় কেড়ে নিয়েছে বহু প্রাণ। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যাত্রীদের দেহাংশ। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হাতের খানিকটা অংশ তো কোথাও পরিজনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোকেরা। 

আবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শতশত মানুষ। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারত। টুইটারে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, চিরঞ্জিবী, এনটিআরের মতো তারকারা।

সলমন লিখলেন, “শোকাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারকে শক্তি দিক ঈশ্বর।” অক্ষয় লিখলেন, “দুর্ঘটনার ছবিগুলো দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

মেগাতারকা চিরঞ্জিবী লিখলেন, হতবাক এই দুর্ঘটনার খবর পেয়ে। বুঝতে পারছি না কী করা উচিত। এই সময় প্রচুর রক্তের প্রয়োজন। অনুরাগীদের অনুরোধ স্বেচ্ছাসেবা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রয়োজনীও পদক্ষেপ নেওয়ার জন্য।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউড তারকাদের পাশাপাশি ঋতুপর্ণ সেনগুপ্ত, দেব, মিমি চক্রবর্তী, জিৎ, জয়া আহসানের মতো বাংলা সিনেমার তারকারাও। দেব টুইটে জানান, “ওড়িশা ট্রেন দুর্ঘটনায় যে যাত্রীদের আমরা হারালাম, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”

এমন ভয়ংকর দুর্ঘটনায় বাংলাদেশ থেকে শোকজ্ঞাপন করলেন জয়া আহসানও। হেল্পলাইন নম্বর শেয়ার করি ‘অর্ধাঙ্গিনী’ অভিনেত্রীর আরজি কারও পরিচিত কেউ এই ট্রেনে থাকলে খোঁজ নিন।

মিমি চক্রবর্তী বললেন, “ওড়িশায় যা ঘটেছে তা দেখে হৃদয়বিদারক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেসব পরিবারের জন্য প্রার্থনা করছি। ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন দুর্ঘটনায়। তাদের দ্রুত সুস্থতা কামনা করি। জয় জগন্নাথ প্রভু শক্তি দিন।”

ইংল্যান্ডে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাওয়া বিরাট কোহলি এই দুর্ঘটনায় শোক জানালেন। টুইটে লিখলেন, "ওড়িশায় ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি গভীর শোকাহত। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারালেন তাদের পরিবারের সদস্যদের সমবেদনা। যারা জখম হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে