রবিবার, ০৪ জুন, ২০২৩, ০১:৫৪:২২

অবশেষে প্রকাশ্যে এলো সত্য, চড়া সুদে ধার নেন রাজামৌলি

অবশেষে প্রকাশ্যে এলো সত্য, চড়া সুদে ধার নেন রাজামৌলি

বিনোদন ডেস্ক: তিনি হাত ছোঁয়ালেই বক্স অফিস কেঁপে উঠে, তা প্রমাণিত। আর তিনি পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলী’র দু’টি ভাগ বক্স অফিসে সাফল্য পেয়েছে। ২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য বিগিনিং’ তার দুই বছর পর মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।

দুটি ছবিই ঝড় তুলেছিল বক্স অফিসে। সে বছরের সব থেকে বড় হিট ছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। আয় হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। তবে বিপুল অঙ্কের বাজেটের এই ছবির জন্য টাকা কে দিল, সেই নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন সময়। অবশেষে প্রকাশ্যে এলো সত্যটা।

এই ছবি বানাতে যেমন সময় গিয়েছিল পরিচালকের, তেমনই বাজারে ধারদেনাও করতে হয় রাজামৌলিকে। এই ছবির জন্য প্রায় ৪০০ কোটি টাকা ধার নেন পরিচালক। তাও আবার চড়া সুদে। এই ছবির অভিনেতা রানা দগ্গুবতি জানান, পরিচালক এই ছবির জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ধার করেন। 

পাঁচ বছরের জন্য প্রায় ২৫ শতাংশ সুদে এই বিপুল অর্থ ধার নেন। যদিও ছবির সাফল্য নিয়ে অনিশ্চিত ছিলেন খোদ পরিচালকই। রাজামৌলি বলেন, ‘‘এই ছবিটা যদি সত্যি না চলে তা হলে যারা এই পথ চলায় আমার পাশে ছিলেন তাদের সকলকে নিয়ে ডুবতাম।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে