শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ১২:৫৭:১২

তখন খুব কষ্ট হয়, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে: শাহরুখ

তখন খুব কষ্ট হয়, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে: শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশা হলেও, মনের দিক থেকে একেবারে মাটির মানুষ তিনি। আর তাই তো যখনই সুযোগ পান, তখনই মন উজাড় করে কথা বলেন শাহরুখ। এই যেমন, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানালেন, “সব দিক থেকেই সফল। তবুও মাঝে মধ্যে একা লাগে। তখন খুব কষ্ট হয়। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে।”

তা হঠাৎ এমন কেন বললেন শাহরুখ? সিনেমা ছাড়া বহু অনুষ্ঠানের মঞ্চে হাজির হতে হয় শাহরুখকে। সেই মঞ্চের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শাহরুখ জানান, “যখনই মঞ্চের দিকে হেঁটে যাই। তখনই অনেক কিছু মনের মধ্যে চলে আসে। আমার মা-বাবার কথা।”

শাহরুখ বলেন, “আমি ভাবতে থাকি, তারা যদি এখন থাকতেন। ইমোশনাল হয়ে পড়ি। তখন খুব একা লাগে। তবে হঠাৎই কানে আসে দর্শকদের উল্লাস। ফুল আসছে আমার জন্য। তখনই মন বদলে ফেলি। আমি তো কিং খান!”

বলিউডের বাদশার কথায়, “যখনই একাবোধ করি, তখন জীবনের ভাল সময়ের কথাগুলো বার বার মনে করতে থাকি। তবে এক্ষেত্রে স্টারডমটাকে মন থেকে দূরেই রাখি। ”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে