শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ০৩:৫৬:৫৮

অন্য হিরোদের থেকে আলাদা ডিপজল: মৌ খান

অন্য হিরোদের থেকে আলাদা ডিপজল: মৌ খান

বিনোদন ডেস্ক: বর্তমানে বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। এদিকে গুণী পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ আগেই শেষ করেছেন তিনি। 

আর আজ এ ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে। এ ছবিতে মৌ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে। এ ছবির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করেছেন দুইজনই। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এ নায়িকা। 

মৌ বলেন, বেশ ভালো লাগছে। অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে। ‘যেমন জামাই তেমন বউ’ খুব ভালো গল্পের একটি ছবি। এ ছবিতে দর্শকদের ভালো লাগার সবকিছুই রয়েছে। তাছাড়া আমার চরিত্রটিও বেশ আলাদা। এখানে আমাকে রোমান্টিক দৃশ্যে যেমন দেখা যাবে আবার তার বিপরীতে অ্যাকশনেও দেখা যাবে।

প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মৌ। জানান, ডিপজলের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করতে পেরে গর্বিত তিনি। মৌ বলেন, ‘এই সময়ের সমসাময়িক অনেক হিরোই ছিল। তবে ডিপজল তাদের থেকে আলাদা। তার মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পেরে আসলেই আমি গর্বিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে