বিনোদন ডেস্ক: সম্প্রতি ২১ বছরের বড় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে আসেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী স্নেহাল রাই। কিন্তু এরই মাঝে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। মুম্বাই-পুনে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী।
'ইশক কা রং সাফেদ' ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী শনিবার তার গাড়ির ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। এক কথায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে গাড়ি।
খবর অনুযায়ী, স্নেহাল পুণেতে যাচ্ছিলেন এবং মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তার গাড়িকে ধাক্কা মারে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান স্নেহাল ও ড্রাইভার। গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন তারা। বিশেষ আঘাত লাগেনি তাদের।
জানা যায়, অভিনেত্রী ক্ষতিপূরণের জন্য ট্রাকের মালিকের কাছে গেলে তিনি শুধু তাদের হু'মকিই দেননি, কোনও ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করে এবং তারপর দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক ড্রাইভার।