রবিবার, ১১ জুন, ২০২৩, ০২:০৬:১৪

দীর্ঘ লড়াইয়ের অবসান, চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা

দীর্ঘ লড়াইয়ের অবসান, চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ঢিলোঁ। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। লুধিয়ানার একটি হাসপাতালে চলছিল চিকিৎসা। বিগত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল।

শিরোমণি আকালি দলের প্রেসিডেন্ট সভাপতি সুখবীর সিং বাদল ট্যুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা, লেখক, পরিচালক এবং প্রযোজক মঙ্গল ঢিলোঁর মৃত্যুতে দুঃখিত। তাঁর চলে যাওয়া চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি।’

মঙ্গল একই সময়ে টেলিভিশন এবং ছবিতে কাজ করেন। ১৯৮৬ সালে তিনি ‘বুনিয়াদ’-এ লুভায়া রাম চরিত্রে অভিনয় করেন। ১৯৮৮-তে ‘খুন ভরি মাঙ্গ’-এ একজন আইনজীবীর ভূমিকায় দেখা যায় তাকে। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেন মঙ্গল। 

‘জুনুন’-এর হাত ধরে ১৯৯৩ সালে টেলিভিশনে ফেরেন তিনি। সেখানে সুমের রাজবংশের চরিত্রে দেখা যায় তাকে। ২০০০ সালে ‘নুরজাহান’-এ আকবরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দা থেকে সিনেমা, সব স্থানেই দাপিয়ে কাজ করেছেন মঙ্গল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে