রবিবার, ১১ জুন, ২০২৩, ০২:৫৪:১৩

সবার কাছে দোয়া চাইলেন নায়ক ওমর সানী

সবার কাছে দোয়া চাইলেন নায়ক ওমর সানী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে ব্যবসায় ব্যস্ত সময় পার করলে ভালো গল্প পেলে সিনেমায় অভিনয় করেন তিনি। পাশাপাশি ফেসবুকে বিভিন্ন সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন দর্শকনন্দিত এ চিত্রনায়ক।

রোববার (১১ জুন) দুপুরে তার ফেসবুকে অসুস্থতায় জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানী। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।

ওমর সানী সঙ্গে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে। তিনি বলেন, বেশি কিছু হয়নি। ঠান্ডার জন্য এন্টিবায়োটিক ঔষধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।

ওমর সানীর সিনেমায় অভিষেক হয় ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি টানা কাজ করে গেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরি হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’৷ ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’ ও ‘আজব প্রেম’ ইত্যাদি। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায় আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে