বিনোদন ডেস্ক: সেলিব্রিটি হওয়ার ঝঞ্ঝাট কম নয়। একটা ছবি, তা ছড়িয়ে পড়লেই সোশ্যাল মিডিয়ায় শুরু হবে একের পর এক ট্রোলিং। আর সেই ট্রোলিং থেকে বাঁচতেই নিজের টেবিলে রাখা একটি জিনিস লুকোতে গিয়েছিলেন কপিল। কিন্তু হায়!
ক্যামেরায় ধরা পড়ে গেল সবটা। কটাক্ষের থেকে নিস্তার মিলল না কপিলের। কী এমন লুকালেন কপিল? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, খাবার টেবিলে বসে রয়েছেন কপিল। আচমকাই তিনি লক্ষ্য করেন তাকে কেউ রেকর্ড করছে।
এর পরেই দেখা যায় টেবিল থেকে কী যেন সরিয়ে দিলেন তিনি। হাতের মধ্যে মুঠো করে তা রাখলেন সোফার পিছনে। কপিল কী লুকিয়েছিলেন জানেন? তা আর কিচ্ছু নয়, একটি সিগারেটের প্যাকেট। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেটা কপিলেরও অজানা নয়।
তা সত্ত্বেও ধূমপান করেন তিনি। জনগণ যদি তা জেনে যায়, তবে তাকে নিয়ে উড়ে আসবে নানা কথা, তা বুঝতেই পেরেছিলেন এই কৌতুকশিল্পী, কিন্তু বুঝেই বা কী লাভ! সবটাই যে এখন ভাইরাল। যদিও এই কাণ্ডের পর নেটপাড়া এখন দুই মতে বিভক্ত।
ধূমপায়ী হওয়ার জন্য কেউ যেমন তাকে তুলোধনা করেছেন অন্যদিকে কেউ কেউ কপিলকে নিজের মতো করে জীবন উপভোগ করার জন্য দিয়েছে ছা্ড়পত্র। তাদের মতে, “তিনি একজন প্রাপ্তবয়স্ক। জীবনকে উপভোগ করার অধিকার তার রয়েছে, জীবনের ভাল মন্দ সম্পর্কেই তিনি ওয়াকিবহাল। তবে কেন এই নীতিপুলিশি?
ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় কপিল শর্মা। জনপ্রিয় তার শো ‘দ্য কপিল শর্মা শো’। শো না বলে পরিবার বলাই ভাল। বিভিন্ন সাক্ষাৎকারে বহু বছর ধরে চলা ওই শোকে পরিবারের সঙ্গেই তুলনা করে এসেছেন কপিল। সালমান খান থেকে শাহরুখ খান– বিভিন্ন সময়ে বারংবার ওই শোয়ে এসেছেন প্রথম সারির অভিনেতারা।