সোমবার, ১২ জুন, ২০২৩, ১১:৩১:২০

ইলিয়ানা প্রথম নন, বিয়ের আগেই মা হয়েছেন এই ৭ অভিনেত্রী

ইলিয়ানা প্রথম নন, বিয়ের আগেই মা হয়েছেন এই ৭ অভিনেত্রী

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। তবে তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা। তা নিয়ে চর্চারও শেষ নেই। ইনস্টাগ্রামে দু'টি হাতের ছবি দিয়েছেন ইলিয়ানা। একটি টেবিলে এক পুরুষের হাতের উপর রাখা অভিনেত্রীর হাত। 

তার অনামিকায় উজ্জ্বল আংটি। ইদানীং ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন মিশেলের সঙ্গেও ইলিয়ানার ঘনিষ্ঠতার কথা শোনা যায়। তা হলে কি তার সন্তানের বাবা তিনিই? জানতে চাইছেন অনুরাগীরা।

তবে ইলিয়ানা প্রথম নন। বিয়ের আগে মা হয়েছেন অনেকেই। তালিকায় রয়েছেন নীনা গুপ্ত। ৬৩ বছর বয়সী অভিনেত্রী এও স্বীকার করেছেন যে, সামনাসামনি দেখা হওয়ার আগেই ভিভিয়ানে মুগ্ধ ছিলেন তিনি। এরপর তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে, ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নীনা। 

যেহেতু বিয়ে ছাড়াই অভিনেত্রী গর্ভবতী হয়েছেন, ফলে সেই সময় সমাজে তাকে অনেক কিছুই শুনতে হয়েছিল। সেই সবের উর্ধ্বে গিয়ে সন্তান মাসাবাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি। তবে তৎকালীন সমাজের বাঁকা কথাবার্তার বিষয়টি অবশ্য আর মনে করতে চান না নীনা। আর সেটা নিজের আত্মজীবনীতেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

বিয়ের ৬ মাসের মাথায় মেয়ে মেহের-এর জন্ম দেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। সে সময় জোর চর্চা হয়েছিল যে নেহা আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। তালিকায় নাম রয়েছে অভিনেত্রী হার্দিক-ঘরণী নাতাশা স্ট্যানকোভিচেরও।

বিয়ের আগেই মা হয়েছে বলিউড অভিনেত্রী কালকি কোয়েচিন। ইজরায়েলি প্রেমিক গাই হার্শবার্গের সন্তানের মা হন অভিনেত্রী। তালিকায় আছেন কঙ্কনা সেন শর্মা। তিনি রণবীর শোরে-কে বিয়ে করেছিলেন ২০১০ সালে। তবে, বিয়ের আগে গর্ভবতী ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে