সোমবার, ১২ জুন, ২০২৩, ১২:৩০:২১

নতুন এক সুখবর দিলেন নায়িকা পূর্ণিমা

নতুন এক সুখবর দিলেন নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা গরমের কারণে নতুন কোনো কাজে হাত দেননি। গ্রীষ্মের এই খরতাপ না কমলে আপাতত আর নতুন কাজ করার সম্ভাবনা নেই বলে জানান তিনি। যদিও গত দুদিন ধরে আবহাওয়া আগের তুলনায় অনেকটাই শীতল।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর।

অভিনেত্রী আরও বলেন, আর যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব। এ দিকে গেল রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন। মুক্তির পর দর্শেকর মধ্যে বেশ সাড়া ফেলেছে সিরিজটি।

জানা গেছে, বর্তমানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি সিনেমায় কাজ করছেন এ পূর্ণিমা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ প্রায় শেষ এবং ‘জ্যাম’ অর্ধসমাপ্ত। আর এই তিনটি সিনেমাতেই পর্দায় তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে।

উল্লেখ্য, বর্তমানে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন পূর্ণিমা। তবে এ মুহূর্তে নতুন কোনো অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে না এই নায়িকাকে। তবে নতুন এক সুখবর দিলেন নায়িকা পূর্ণিমা! ঈদের পর তাকে পুনরায় তাকে উপস্থাপনাসহ অভিনয়েও দেখা যাবে পূর্ণিমাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে