সোমবার, ১২ জুন, ২০২৩, ০১:০৯:১২

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে 'জারা হটকে জারা বাঁচকে'

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে 'জারা হটকে জারা বাঁচকে'

বিনোদন ডেস্ক: বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ রমরমিয়েই ব্যবসা করছে ভিকি-সারার ‘জারা হটকে জারা বাঁচকে’। বক্স অফিসে দীর্ঘদিন চলা বলিউডের ছবির খরা কাটিয়ে অবশেষে বর্ষা নামাতে পেরেছেন সারা ও ভিকি। 

মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’। ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ লিখেছেন, ‘জারা হটকে জারা বাঁচকে হিট। এটি ১০ দিনে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। ছবিটি ৭০ কোটি ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখে। 

অনেকেই ভেবেছিলেন এটা হয়ত সব মিলিয়ে ২০ কোটির বেশি ব্যবসা করতে পারবে না, সেই সমস্ত গণনা ভুল প্রমাণ করেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার বক্স অফিসে এই ছবির ব্যবসা ছিল ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রবিবার ৭.০২ কোটি টাকা। যা সবমিলিয়ে দাঁড়ায় ৫৩.৫৫ কোটি টাকা।’

তরণ আদর্শ আরও উল্লেখ করেছেন, এই ছবিটি হিন্দিতে এই বছরের তৃতীয় বৃহত্তম হিট। প্রথম তিনটি হিট ছবির তালিকায় রয়েছে পাঠান (জানুয়ারি) দ্বিতীয় দ্য কেরালা স্টোরি (মে), আর এর পরেই রয়েছে ‘জারা হাটকে জারা বাঁচকে’। ২০২৩ সালে এই ছবিটি তৃতীয় হিট হিন্দি ছবি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দুটি মধ্য মানের ছবি হয়েও দারুণ সফল দ্য কেরালা স্টোরি ও জারা হাটকে জারা বাঁচকে। আর এটা বুঝিয়ে দেয় কনটেন্ট-ই আসল রাজা, আর দর্শকই রাজা বানানোর কারিগর। 

যদি 'দ্য কেরালা স্টোরি'র দিকে ফিরে তাকানো যায়, তাহলে দেখা যায়, কেরালা স্টোরিজ-এর প্রথম সপ্তাহের কালেকশন ৩৭.৩৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে ছিল ১৬.২০ কোটি টাকা। ১৫ কোটি বাজেটের সিনেমাটি সর্বমোট আয় করেছে প্রায় ৩০০ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে