বিনোদন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ফ্যাশন শো চলাকালীন ঘটে গেল এক ম'র্মা'ন্তিক দুর্ঘটনা। মৃত্যু হল ২৪ বছরের এক মডেলের। নয়ডার ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিয়োতে ফ্যাশন শো চলাকালীন ওই মডেলের মাথায় ভেঙে পড়ল লাইট লাগানোর লোহার পিলার।
রবিবার দুপুর দেড়টা নাগাদ ফ্যাশন শো চলাকালীন ঘটে ওই ঘটনা। মৃতার নাম বংশিকা চোপড়া। গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর বাসিন্দা তিনি। চোট পান আগ্রার বাসিন্দা ববি রাজ। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ ফ্যাশন শোয়ের আয়োজক এবং যারা লাইট লাগানোর বিমগুলিকে প্রতিস্থাপন করেছিলেন তাদের আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। দুর্ভাগ্যজনক এই ঘটনার ভিজ্যুয়ালগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (নয়ডা) শক্তি অবস্থি জানান, ‘ফিল্ম সিটির একটি প্রাইভেট স্টুডিওতে চলা একটি ফ্যাশন শো ইভেন্টের সময় লাইট ভেঙে পড়ায় বংশিকা চোপড়া নামে ২৪ বছর বয়সী এক তরুনী মারা যান। এই ঘটনায় একজন আহতও হয়েছেন। চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ঘটনার সময় স্টুডিওতে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।