বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর। জয়পুর থানার কুম্ভস্থলে বিজেপি কর্মীদের রোষের মুখে সায়ন্তিকা ব্যানার্জী। তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে।
তবে সায়ন্তিকার চোটাঘাত লাগেনি। মনোনয়নপত্র জমার তৃতীয় দিনে বাঁকুড়ার সোনামুখীতে অশান্তি তৈরি হয়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আর তার জেরে হাতাহাতিতে জড়ায় তৃণমূল ও বিজেপি। তার ফলে বেশ কয়েকজন জখম হন।
আহত সমর্থকরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদে সাংসদ সৌমিত্র খাঁ ও বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি। ওই অবরোধের জেরে জয়পুর থানার কুম্ভস্থলে আটকে যায় সায়ন্তিকার গাড়ি। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে একদল বিজেপি কর্মী-সমর্থক। তাকে গাড়ি থেকে নেমে আসতে বলা হয়।
তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা এগিয়ে আসে। অভিযোগ, ওই বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। গাড়িচালক গাড়ি থেকে নামতে যান। তিনিও অল্পবিস্তর চোট পান। এরপর অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সায়ন্তিকার গাড়ি বিষ্ণুপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয়।