বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিন থেকেই সাড়া ফেলেছে ‘হইচই’-এর নয়া ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’। অদিতি রায়ের এই ওয়েবসিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন। #মিটু আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই ওয়েবসিরিজ।
সন্দীপ্তা বলেন, আমার কাছে #মিটু একটা প্ল্যাটফর্ম বা মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় এটা একটা মুভমেন্ট। এই মাধ্যমে আমরা অনেক মানুষের কাছে এখন আমাদের কথা বলতে পারছি কিন্তু #মিটুর যেটা বক্তব্য সেটা বহু যুগ ধরে চলে আসছে। তখন হয়তো প্রতিবাদ করার সুযোগ কম ছিল। তারজন্য অনেকেই চুপ করে থেকেছে, মেনে নিয়েছে, যাতে সংসারটা না ভাঙে।
তিনি বলেন, আবার অনেকে প্রতিবাদও করেছে। তাই আমি #মিটু মুভমেন্টটাকে আমি ভীষণ সাপোর্ট করি। এর জেরে অনেকেই সহজে তাদের কথা তুলে ধরতে পারছে। তবে এটাও ঠিক এই আন্দোলনকে অনেকেই নিজের প্রয়োজনে অপব্যবহার করেছে সেই কারণে এর গুরুত্ব অনেকাংশে কমে গেছে।
আপনি কখনও এই পরিস্থিতির মুখে পড়েছেন? জবাবে সন্দীপ্তা বলেন, আমি ১৫ বছর ইন্ডাস্ট্রিতে আছি, আমাকে কেউ কখনও খারাপ ইঙ্গিত দেয়নি। কেউ করলে আমি জোর গলায় প্রতিবাদ করতাম। অনেকেই বলে ‘তোদের ইন্ডাস্ট্রিতে তো এরকম হয়েই থাকে’। এই বিষয়ে আমি বলব, আমাদের জীবনটা খুবই ওপেন।
অভিনেত্রী বলেন, আমাদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের খুব আগ্রহ থাকে। তারজন্য আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কথা হয়। তবে তুমি যেকোনও প্রতিষ্ঠানে বা ইন্ডাস্ট্রিতে যাও সেখানেই এটা হয়ে থাকে, হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে বেশিই হয়। অনেকেই ভাবে #মিটু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়। কিন্তু এটা তো সত্যি নয়। যেকোনও জায়গায়, যেকোনও ক্ষেত্রেই হতে পারে।