মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ০১:১৪:০৭

বিজয় এমন একজন যার খেয়াল রাখতে আমি ভালোবাসি: তামান্না

বিজয় এমন একজন যার খেয়াল রাখতে আমি ভালোবাসি: তামান্না

বিনোদন ডেস্ক: গুঞ্জন ছিলই। এ বার তাতে শিলমোহর পড়ল। বিগত বেশ কয়েক মাস ধরেই তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের কানাঘুষোয় সরগরম বলিউড। শোনা যাচ্ছিল, সকলের অগোচরে জমিয়ে প্রেম করছেন দুই তারকা। মাঝেমধ্যে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের।

বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তামান্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী। বিজয়ের সঙ্গে তার সম্পর্ক কতটা সহজ, রাখঢাক না করেই তা বলেন তামান্না। 

শুধু তাই নয়। তামান্না জানান, বিজয়কে দেখে অনুপ্রাণিত হন তিনি। সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসিয়ে অভিনেত্রী বলেন, "বিজয় এমন একজন মানুষ যার খেয়াল রাখতে ভালোবাসি। আমার আনন্দের জায়গা বিজয়।" তামান্নার এই মন্তব্যই বুঝিয়ে দেয় বিজয় নিছকই তার বন্ধু নন। একে অপরের প্রেমে ডুবে আছেন তাঁরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে