মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ০২:৩০:১৬

শাহরুখ-গৌরির অজানা তথ্য ফাঁস মান্নত নিয়ে!

শাহরুখ-গৌরির অজানা তথ্য ফাঁস মান্নত নিয়ে!

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ‘মান্নত’ বাংলোবাড়িটি বিশ্বব্যাপী পরিচিত। কারণ ওটার মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। ১৯৯৫ সালে বাড়িটি কেনার পর থেকে এখনো সেখানেই বসবাস করছেন কিং খান। এ বাড়ি নিয়ে নতুন তথ্য এলো বলিউড দম্পতির পক্ষ থেকে। 

তখন শাহরুখ-গৌরীকে বাড়িটি কিনতে হয়েছিল ঋণ নিয়ে। কারণ ডেকোরেশনসহ বাড়িটির তৎকালীন মূল্য ছিল ৩০ কোটি রুপি। আর তখন শাহরুখের কাছে সর্বসাকুল্যে ছিল মাত্র ২ কোটি রুপি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখের গুণগান তখন বলিউড জুড়ে। তাই বাড়ি কেনার জন্য ঋণ পেতেও খুব বেশি ভুগতে হয়নি তাকে। 

এরপর কঠোর পরিশ্রম করে মাত্র ৪ বছরেই সেই ঋণের অর্থ পরিশোধ করে দেন এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মান্নত কেনার আগে শাহরুখ স্ত্রী গৌরিকে নিয়ে এক বেডরুমের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একটি মারুতি ৮০০ সিসির গাড়ি চালাতেন শাহরুখ। মাঝেমধ্যে সেটি গৌরি ব্যবহার করতেন। সেই মান্নতের মূল্য আজ ২০০ কোটি রুপিরও বেশি। 

পাশাপাশি শাহরুখেরও রয়েছে বিদেশের একাধিক শহরে বাড়ি। মান্নতের প্রতি ভালোবাসা ও বন্ধন এতটাই সুদৃঢ় হয়ে গেছে যে, অন্য কোথাও থাকতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না এ অভিনেতা। জন্মদিন কিংবা যখনই সিনেমা মুক্তি পায় তখনই এ মান্নতের ছাদে এসে ভক্তদের দেখা দেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে