বুধবার, ১৪ জুন, ২০২৩, ১১:০৪:৫৬

ফেসবুক লাইভ করে কপিল শর্মা শোয়ের অভিনেতার আত্মহত্যার চেষ্টা

ফেসবুক লাইভ করে কপিল শর্মা শোয়ের অভিনেতার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক: অজান্তেই যৌ'নকর্মীর সঙ্গে লি'ভ-ই'ন সম্পর্কে ছিলেন। তারপর হে'ন'স্তা, ব্ল্যা'কমে'লের শি'কা'র হন। এমনই অভিযোগে ফেসবুক লাইভ করে আ'ত্মহ'ত্যার চেষ্টা করলেন ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতা তীর্থানন্দ রাও। শোয়ে জুনিয়র নানা পাটেকর হিসেবে পরিচিত তিনি।

‘দ্য কপিল শর্মা শো’ শুধু নয়, হিন্দি সিরিয়ালেও ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তীর্থানন্দ। মুম্বাইয়ের মীরা রোডের শান্তিনগরে তার ফ্ল্যাট। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন। অভিনেতার অভিযোগ, গত অক্টোবরে অভিযুক্ত মহিলার সঙ্গে তার পরিচয় হয়। দুই মেয়ের মা সে। কিন্তু পরে নাকি তীর্থানন্দ জানতে পারেন মহিলা যৌ'নকর্মী।

তীর্থানন্দের দাবি, এই ঘটনা জানতে পেরেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এরপরই ওই মহিলা স্বরূপ ধারণ করে। তীর্থানন্দের নামে থানায় অভিযোগ পর্যন্ত করে। ফোন করে হু'মকি দিতে থাকে। দেখা করার জন্য চাপ দিতে থাকে। মহিলার এই ক্রমাগত হে'ন'স্তায় তিনি চূড়ান্ত হতা'শ। নিজেকে শেষ করে দিচ্ছেন বলে জানান তীর্থানন্দ।

কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। তা খেয়েও ফেলেন। লাইভ ভিডিও চলাকালীনই বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে ফোন করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায়।  অভিনেতা ছিলেন অচৈতন্য অবস্থায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে