বুধবার, ১৪ জুন, ২০২৩, ১২:২৮:৫৮

নিজের হাতে বিয়ের আমন্ত্রণ পত্র বিলি করছেন কঙ্গনা

নিজের হাতে বিয়ের আমন্ত্রণ পত্র বিলি করছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: মঙ্গলবার প্রকাশ্যে একটি ভিডিও। তাতেই ঘুম উড়েছে বলিউডের। টিনসেল টাউনে কান পাতলে একটাই খবর। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন কঙ্গনা রানাউত! নিজের হাতে বিয়ের আমন্ত্রণ পত্র বিলি করেছেন। 

তার আগে তার প্রযোজনা সংস্থা বিয়ের একটি কার্ড সামাজিক পাতায় ছেড়েছে। সব মিলিয়ে তুমুল হট্টগোল। সাংবাদিকেরাও চেপে ধরেছেন নায়িকাকে। সত্যিই বিয়ে করছেন তিনি? পাত্র কে?

কঙ্গনা সংবাদমাধ্যমের কবলে। সেই ভিডিও প্রকাশ্যে। ঝলক অনুযায়ী, নায়িকার বাড়ির সামনে তারা ঠায় দাঁড়িয়ে। হঠাৎ কঙ্গনার গাড়ি গেট পেরিয়ে রাস্তায়। নায়িকার পরনে ঝলমলে পোশাক। সাংবাদিকেরা আগেই খবর পেয়েছেন, তার গন্তব্য নাকি বিয়েবাড়ি! সে কথা জানতে চাইতেই প্রথমে কপট রাগ দেখান তিনি। 

বলেন, ‘‘এই ধরনের ভুয়ো খবর তো আপনারাই ছড়ান! আমি শুধুই ভাল খবর দিই।’’ তারপর এক গাল হেসে বিয়ের কার্ড বের করেন। হাতে তুলে দিয়ে আমন্ত্রণ জানান সাংবাদিকদের। হাতে কার্ড নিয়েই সবার চোখ কপালে। কোথায় কঙ্গনার বিয়ে?

প্রযোজক কঙ্গনা তার আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন তাদের। ২৩ জুন ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মুখ্য ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি, অভনীত কৌর এবং এই ভিডিয়োটিও প্রচারমূলক। কঙ্গনার অনুরোধে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন তার টিম। 

ছবি প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, আদ্যন্ত মজার ছবি ‘টিকু ওয়েডস শেরু’। ছবির পোস্টার সোমবারেই ভাগ করে নিয়েছেন। খুব শিগিগিরি ছবির ট্রেলার মুক্তি পাবে। ছবিটি আরও একটি কারণে নায়িকার কাছে গুরুত্বপূর্ণ। তার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মস এই প্রথম একক ভাবে কোনও ছবি প্রযোজনা করতে চলেছে। এই প্রথম তিনি প্রযোজকের আসনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে