বিনোদন ডেস্ক: গুরুতর আহত হলেন খতরে কে খিলারি ১৩-এর প্রতিযোগী ও টেলি তারকা অর্চনা গৌতম। নিজের ইনস্টা প্রোফাইলে সেই দুর্ঘটনার কথা জানিয়েছেন অর্চনা। স্টান্ট করতে গিয়েই ঘটেছে এই চরম বিপত্তি। অরজিৎ তেনেজার টিমের সদস্য অর্চনা।
দৌঁড়ে এসে জলে ঝাপ দেওয়ার সময়ই মুখে আঘাত পান অর্চনা। চোট এতটাই গুরুতর যে চিবুকে তিনটি সেলাইও পড়েছে। আন্তর্জাতিক হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে আবার লিখেছেন প্রথমবার আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি হলেন।
রিপোর্ট মোতাবেক, জলে ঝাপ দিতে যাওয়ার অন্তিম স্থানে পৌঁছতেই ওই প্ল্যাটফর্মের কাঁচ ভেঙে যায়। সেই সময় জলে পড়ে গিয়েই ওই বিপত্তি ঘটেছে। জানা যাচ্ছে, অর্চনা জলে পড়ে যেতেই চিবুকে গভীর ক্ষত হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা অর্চনার থুতনিতে তিনটি সেলাই দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষতের সেই ছবিও শেয়ার করেছেন অর্চনা। প্রসঙ্গত, খতরো কে খিলাড়ির সেটে এটাই প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও রোহিত বোস রায় স্টান্ট করার সময় গুরুতর আহত হয়েছেন।
চিকিৎসকরা তাকে এই শো ছেড়ে বেড়িয়ে আসারও পরামর্শ দিয়েছিলেন। যদিও পরে সুস্থ হয়ে ফের এই শোয়ে কামব্যাক করেছিলেন। এছাড়াও আরও এক প্রতিযোগী নায়রা এম বন্দ্যোপাধ্যায়ও স্টান্ট করার সময় বিপদের সম্মুখীন হয়েছিলেন। গোপন স্থানে ছাড়পোকা কামড়ে দেয়।
এই ঘটনাটা তার কাছে ছিল অত্যন্ত যন্ত্রনাদায়ক। নায়রাও পরিস্থিতির সঙ্গে লড়াই করে পুনরায় শোয়ে অংশ নিয়েছিলেন। এখানেই শেষ নয়, ঐশ্বর্য শর্মা আর অরজিৎও খতরো কে খিলাড়ির সেটে আহাত হয়েছেন। ঐশ্বর্য তো তাঁর বাহুর সেই ক্ষতর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।