বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত খলনায়িকা মিশকা। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপার জীবনের ‘সতীন-কাঁটা’ মিশকা। মাত্র ২০ বছরেই টেলিভিশনের পর্দায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন অহনা দত্ত। যদিও গত কয়েকদিন ধরে বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রীর।
বিবাহিত তথা দুই সন্তানের বাবা সূর্যর প্রতি ভালোবাসা একফোঁটাও কমেনি ডাঃ মিশকার। যেন-তেন-প্রকারেণ সূর্যকে বিয়ে করাই মিশকার একমাত্র লক্ষ্য। পর্দার মতো বাস্তবেও ‘বিবাহিত’ পুরুষের প্রেমেই পড়েছেন মিশকা, সেই নিয়েই যত্ত গণ্ডগোল।
‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর দের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন অহনা। তার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না অহনা, অভিযোগ তার মা চাঁদনি গাঙ্গুলীর। দীপঙ্কর ডিভোর্সি সেই তথ্যও সামনে আনেন অহনার মা।
মায়ের অভিযোগ উড়িয়ে অহনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় কনের সাজে সামনে এলেন অভিনেত্রী। টুকটুকে লাল বেনারসি, কপালে চন্দন, মাথায় মুকুট, গা ভর্তি সোনার গয়না। কনের সাজে মিশকাকে দেখে মুগ্ধ হবেন যে কেউ!
তাহলে কি এবার সোজা বিয়েটাই সেরে ফেলছেন অহনা? তা রিল না রিয়েল লাইফে? না রিয়েল লাইফে এমন কিছুই ঘটেনি। ‘অনুরাগের ছোঁয়া’র সেট থেকে একটি ছবি পোস্ট করেছেন অহনা। সেখানেই তবলার পাশে কনের সাজে পাওয়া গেল অভিনেত্রীকে।
ওদিকে বাস্তব জীবনে মঙ্গলবারই নিজের প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছেন অহনা। তিনি মায়ের অভিযোগ সম্পর্কে জানান, ‘আমি কারও সংসার ভাঙিনি। যাঁর সঙ্গে আমি প্রেমের সম্পর্কে আছি, বহু দিন হল তাঁর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তা হলে কী করে আমি কারও ঘর ভাঙব। আমার প্রেমটা মা মেনে নিতে পারেননি বলে এ কথা বলছেন।'