শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ০৯:৩৫:০৭

মিঠুন চক্রবর্তীর গোপন বিয়ের খবর এবার প্রকাশ্যে!

মিঠুন চক্রবর্তীর গোপন বিয়ের খবর এবার প্রকাশ্যে!

বিনোদন ডেস্ক: মিঠুন চক্রবর্তীর গোপন বিয়ের খবর এবার প্রকাশ্যে! ভারতের সিনেমা জগতের কিংবদন্তী তারকাদের একজন মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমায় অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করে গেছেন একের পর এক সুপারহিট সিনেমায়। 

ক্যারিয়ারের প্রায় ৫০ বছর কাটিয়ে দিতে চলা এই অভিনেতাকে নিয়ে এখনো একটা গুঞ্জন বলিউডে সবচেয়ে বেশি চাউর হয়, সেটি হচ্ছে অভিনেত্রী শ্রীদেবীকে নাকি গোপনে বিয়ে করেছিলেন তিনি। 

যদিও এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা মেলেনি। এই দুই তারকার কেউই বিষয়টি নিয়ে সরাসরি কখনো মুখ খুলেননি। কিন্তু আজও বলিউডে কান পাতলেই শোনা যায় মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের গল্প। 

জানা যায়, ‘জাগ উঠা ইন্সান’ ছবির শুটিংয়ে মিঠুনের সঙ্গে শ্রীদেবীর দেখা হয়। এরপর দুজনের সম্পর্ক। একে-অপরের কাছাকাছি আসা। এরপরই নাকি তারা গোপনে বিয়েও সেড়ে ফেলেন। কিন্তু মিঠুন আগে থেকেই বিবাহিত ছিলেন। শ্রীদেবী চাইতেন, মিঠুন যেন স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে আসে। 

শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্কের বিষয় জেনে ফেলেন তার স্ত্রী যোগীতা। এরপর নাকি সে আত্মহত্যারও চেষ্টা করেন। মুম্বাইয়ের একটি ফ্লাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মিঠুন। স্ত্রীকে নিয়েই ফের নতুন করে সংসার জীবন শুরু করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে