শনিবার, ১৭ জুন, ২০২৩, ০১:১৯:২৬

নায়ক বনিকে হিরো আলমের সঙ্গে তুলনা!

নায়ক বনিকে হিরো আলমের সঙ্গে তুলনা!

বিনোদন ডেস্ক: চলতি বছর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। এরপর থেকেই নানা সময়ে নানান কারণে ট্রোলড হন অভিনেতা। এবার হলেন তার চুলের নতুন স্টাইলের কারণে।

জুন মাসের শুরুতেই নিজের চুলের স্টাইল বদলে ফেলেন বনি। চুলের একাংশ সোনালি রঙ করেছেন অভিনেতা। বদলে ফেলেছেন লুক। সম্প্রতি প্রেমিকা কৌশানির সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই শুরু হয় কটাক্ষ। 

কেউ তাকে ‘লিডিং মোস্ট হিরো’ বলে কটাক্ষ করেন, কেউ লেখেন, ‘রোদে চুল পুড়ে গেছে’। কেউ আবার তাকে ‘ছাপরি হিরো’ বলে কটাক্ষ করেন। কেউ আবার তাকে হিরো আলমের সঙ্গেও তুলনা করেন।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগেও বনিকে হিরো আলমের সঙ্গে তুলনা করা হয়েছিল। তখন তার আয় নিয়ে প্রশ্ন তোলায় জবাব দেন তিনি।

বনি বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির প্রধান নায়কদের একজন। যে পারিশ্রমিকটা নিই, সেটা আমি মেনে নিতে পারি। এতগুলো বছর খেটে সেই পারিশ্রমিকটা আমি উপার্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে