রবিবার, ১৮ জুন, ২০২৩, ১২:৩৩:১৫

সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ ও আরিয়ানের উপস্থিতি

সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ ও আরিয়ানের উপস্থিতি

বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার জগতের বাদশা তিনি। কোটি ভক্তের হৃদয়ের রাজা। কিং খান শাহরুখ খান। এবার সন্তানদের আনতে যাচ্ছেন পর্দায়।

তাই চেষ্টার ত্রুটি রাখছেন না কোথাও। মেয়ে সুহানা খানের আসন্ন চলচ্চিত্রের পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। মেয়ের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও করেছেন কিং খান। ছেলে আরিয়ান খানও তার প্রথম পরিচালনা শেষ করছেন।

এবার ছেলের প্রচারনায় নিজেই মাঠে নামছেন বাদশা। প্রথমবার টেলিভিশনে একফ্রেমে ধরা দেবেন পিতা-পুত্র জুটি। চাকচিক্য আর লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন আরিয়ান খান। তবে বাবা শাহরুখ খান হলে প্রচারবিমুখ হওয়াটা একটু মুশকিল।

শীগগিরই বলিউডে পরিচালক হিসাবে ক্যারিয়ার শুরু করছেন আরিয়ান। তাই ছেলের হাত ধরে এবার করণ জোহরের সঙ্গে কফির কাপে চুমুক দেবেন শাহরুখ খান। জানা গেছে, কফি উইথ করণের নতুন সিজনের অংশ হতে চলেছেন শাহরুখ-আরিয়ান। শো’টির জন্মলগ্ন থেকে বন্ধু করণের অনুরোধে বহুবার কফির দাওয়াতে হাজির হয়েছেন শাহরুখ। তবে গত সিজনে যাননি।

‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর লম্বা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কিং খান, এরপর ‘পাঠান’ নিয়েই ব্যস্ত ছিলেন শাহরুখ। সেই জন্যই করণ জোহরের শোতে হাজির হননি। তবে খান পরিবারের পক্ষ থেকে গৌরী খান যোগ দেন ‘কফি উইথ করণ সিজন ৭’-এ। 

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, আগস্ট বা সেপ্টেম্বরেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। এইবারের শো’টির সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ ও আরিয়ানের উপস্থিতি। সব ঠিক থাকলে গৌরী খানকেও সেই এপিসোডের অংশ হিসাবে দেখা যেতে পারে! 

বলিউডের প্রেক্ষাপটে তৈরি আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’। শুধু পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন আরিয়ান। দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ পুত্র। আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। ইতিমধ্যেই আরিয়ানের সিরিজের জন্য শ্যুটিং সেরেছেন করণ জোহর, রণবীর কাপুররা। গত বছর ডিসেম্বরেই এই প্রজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে