বিনোদন ডেস্ক : নেভি ব্লু রঙের স্যুট পরা, ঢুলুঢুলু চোখে সানি দেওলের ছেলের বিয়েতে এলেন সালমান খান। অনুষ্ঠানের ছবি আর ভিডিও ভক্তের চোখে পড়তেই শুরু হয়ে গেল নানান মন্তব্য।
কমেন্ট সেকশনে একজন লেখেন- সালমানের চোখে কী কিছু হয়েছে। চোখটা এ রকম দেখাচ্ছে কেন? আরেকজন লিখলেন- চোখটা এত ফোলা কেন সালমানের। মনে হচ্ছে কান্না করেছেন খুব। তৃতীয় জনের মন্তব্য- সালমানকে দেখে আমার ঠিক লাগল না আজ। আশা করি সব ঠিক আছে।
করণ দেওল আর দৃশা আচার্য রোববার বিয়ে করেন। সকালে তাজ হোটেলে বিয়ে আর রাতে রিসেপশন পার্টি। রিসেপশনে নবদম্পতিকে অভিনন্দন জানাতে এসেছিলেন সালমান খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সুনীল শেঠি, অনুপম খের, জ্যাকি শ্রফ এবং পুনম ধিলনসহ অসংখ্য বলিউড তারকা।
বর্তমানে ব্যস্ত রয়েছেন সালমান। প্রথম সিজনে বিগ বস ওটিটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর; কিন্তু বারবার পরিচালক-প্রযোজকের ওপর উঠতে থাকে পক্ষপাতিত্বের অভিযোগ। অবশেষে দ্বিতীয় সিজনে এসে সেই দায়িত্বও চাপল সালমান খানের কাঁধেই। ওটিটি শেষ হলেই বিগ বস ১৭ শুরু হবে কালার্সে।
আসছে জনপ্রিয় সিরিজ ‘টাইগার থ্রি’। সালমানের স্পাই থ্রিলার টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। এ সিনেমাতে সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ইমরান হাসমিও রয়েছেন। সালমান ভক্তদের আশা, টাইগার থ্রি কম করে ৫০০ কোটির ব্যবসা করবে।
সালমানকে শেষ দেখা গিয়েছে কিসি কা ভাই কিসি কি জান ছবিতে। ভারতের বাজার থেকে এর আয় মাত্র ১৩১ কোটি টাকা। ঈদের সিনেমা হিসেবে এ অঙ্ক ছিল খুবই কম। ছবিটি বিশ্বব্যপী ১৮১ কোটি টাকা আয় করে।