মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০:৪৮:৫৬

নিজের ম্যানেজারই তার এমন সর্বনাশ করবেন? ভাবতেই পারেননি রশ্মিকা

নিজের ম্যানেজারই তার এমন সর্বনাশ করবেন? ভাবতেই পারেননি রশ্মিকা

বিনোদন ডেস্ক: নিজের ম্যানেজারই তার এমন সর্বনাশ করবেন? ভাবতেই পারেননি রশ্মিকা মন্দানা। নিজের ম্যানেজারের কাছে আর্থিক প্রতারণার শিকার পুষ্পা নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই এই ম্যানেজার সঙ্গে ছিলেন অভিনেত্রীর। 

এবার তার হাতেই লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণী নায়িকা। জানা যায় যে, অভিনেত্রী তার দীর্ঘদিনের ম্যানেজারের কাছেই ৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন। যদিও বিষয়টি বোঝার পরেই তড়িঘড়ি সেই ম্যানেজারকে কাজ থেকে বহিষ্কার করেন অভিনেত্রী। 

রশ্মিকার কাছের সূত্রের দাবি, ‘রশ্মিকাকে তার ম্যানেজার ৮০ লাখের বেশি টাকা ঠকিয়ে আত্মসাৎ করেছে। অভিনেত্রী এটা নিয়ে কোনও সিনক্রিয়েট করতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করে বিষয়টি চাপা দিতে চান।’ 

অন্যদিকে রিপোর্ট অনুযায়ী, গোটা বিষয়টা জানার পরই সেই ম্যানেজারকে বরখাস্ত করেন রশ্মিকা। কেরিয়ারের শুরু থেকেই এই ম্যানেজার সঙ্গে ছিলেন অভিনেত্রীর। যদিও গোটা ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি রশ্মিকা। 

শেষবার এই বছরই তাঁকে স্পাই থ্রিলার দেখা গিয়েছে মিশন মজনু ছবিতে। বর্তমানে রশ্মিকা পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। রশ্মিকার বিপরীতে এই ছবিতেও নামভূমিকায় দেখা যাবে অল্লু অর্জুনকে। ২০২১ সালের হিট সিনেমা ছিল পুষ্পা। 

মূলত তেলেগুতে শ্যুট করা হলেও, ছবি মুক্তি পেয়েছিল হিন্দি সহ বেশ কয়েকটি দক্ষিণী ভাষায়। ছবিটি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় করে। তাই এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্টও নিয়েও বেশ আশাবাদী ছবির নির্মাতারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে