মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:২০:৪৩

বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ

বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ

বিনোদন ডেস্ক: ১১ বছরের দাম্পত্য। যা কিনা একেবারে প্রেমে ভরপুর। সেই প্রেমের জোয়ারে এবার এল নতুন সদস্য। বাবা হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরণ। মঙ্গলবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রামচরণের স্ত্রী উপাসনা। 

বিয়ের ১১ বছর পর তাদের জীবনে সন্তান আসায় স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণের এই সেলিব্রিটি দম্পতি। খবর অনুযায়ী, রামচরণের স্ত্রী উপাসনা ও কন্যা সন্তান সুস্থই রয়েছে। বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রামচরণ। 

জানিয়ে ছিলেন, বিয়ের ১১ বছর পর সন্তানের প্ল্যানটা একেবারেই তাদের দুইজনের সিদ্ধান্ত। সঙ্গে উপাসনা জানিয়ে ছিলেন সন্তান জন্ম নেওয়ার পর রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যাবেন তারা। কেননা, রামচরণ ও উপাসনা দুজনেই চান তাদের সন্তান দাদু-ঠাকুমার কোলেই বড় হয়ে উঠুক।

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। ‘মগধীরা’ সিনেমা ভারতজুড়ে জনপ্রিয়তা বৃদ্ধি করেন তার। অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে তার সুখ্যাতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে